আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...
কষ্ট নিয়ে জীবন আমার
কষ্টের নেই শেষ,
কষ্ট দিয়েই করি খেলা
কষ্টে আছি বেশ।
কষ্ট নামের উপাদানে,
দুঃখ নামের কেশ,
একটু সুখের ছোঁয়া পেলেও
থাকে দুঃখের রেশ।
দুঃখের সাথে করি মিতা
কষ্টের সাথে প্রেম,
দুঃখের মাঝেই সুখকে খুঁজি
কষ্টই পায় shame.
এত দুঃখে আছি বলেই
একটু সুখই দামী,
বুক ফুলিয়ে বলতে পারি
সবচে' সুখী আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।