আমাদের কথা খুঁজে নিন

   

নিরুদ্দেশ যাত্রা.........

সন্দেহে আছি সত্য

রবীন্দ্রনাথ রোমান্টিক। রবীন্দ্রনাথ ভাববাদী। ঈশ্বরে বিশ্বাসী। জাতপাত শেষ দিকে মানতে লইছিলেন। কিন্তু পরে সেইটাও কাটায়ে উঠছিলেন।

যেমন মেয়েদের নিয়া রবীন্দ্রনাথ ত্যক্ত হইছিলেন যখন নারীবাদ আইলো। কিন্তু শেষ দিকে তাদেরও মানতে হইছিলো তাঁর। রবীন্দ্রনাথ স্বদেশী মানতেন যারা বাঙলা ভাগ চাইতো না। আলবত কওন যায় রবীন্দ্রনাথ রাজনীতির প্যাঁচ কম বুঝতেন, সমাজতন্ত্রও বুঝতেন না। আর নীটশে ক্যান ঈশ্বররে মানেন নাই তাও বুঝতেন না।

তিনি ভাবুক আছিলেন কবি আছিলেন। রবীন্দ্রনাথ বাঙলা ভাগ চাইলেন না। তাতে লাভ হইলো হিন্দু বুর্জোয়াগুলার,কোলকাতায় যাগো নিবাস। আবার ভাগও হইল পাকিস্তান হইয়া,তা মুসলিম নবাবগুলার জন্যে। ভাগ বা অভাগ এই কারো মধ্যেই শূদ্র আতরাফ কেউই নাই।

যাগো মনে করি বড় বড় মানুষ তাগো নীতির আড়ালে যে কত অনীতি তার ইয়ত্তা নাই। যে নারী ফেমিনিজম কয় ভোগ্য ব্যবহার্য সেই বেশি হয়। এই মতে কথার খতম দিয়া আজ এক বন্ধুর লগে সন্ধ্যা কাটাইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।