আমাদের কথা খুঁজে নিন

   

নিরুদ্দেশ নীড়

মনোয়ারা মণি

কিছুতেই ঘুম আসছে না তিতি’র।
বারান্দায় বসে শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে।
গতকালের ঘটনা মন থেকে তাড়াতে পারছে না। ভুলতে পারছে না এক বাবা পুরুষের কান্না।
সে কখনো পুরুষ মানুষকে এভাবে হাউমাউ করে কাঁদতে দেখে নি।

কাজের ঘটনা বাসায় নিয়ে আসতে নাই একথা তার জানা কিন্তু সে তো মানুষ, অন্যের সুখ দুঃখ তাকে ভাবিয়ে তোলে আলাদা রাখতে পারে না নিজেকে।
এতদিন তিতি শুধু শুনেছে ইন্টারনেটের মাধ্যমে সম্পর্ক হওয়ার কারণে অনেকের সংসার ভেঙ্গে যায় কিন্তু বাস্তবে এই ঘটনা নিয়ে তাকে কাজ করতে হবে ভাবে নি কখনো।
তিতি যত বার ভুলতে চায় ঘটনাটি ততবার চোখের সামনে ভেসে ওঠে অশ্রু ভেজা দুটি চোখ।
কানে আসে বাবা মানুষটির কান্না জড়িত কণ্ঠস্বর।
সে চোখের জল মুছতে মুছতে বিলাপ করছিলো, ‘ওই ছেলে আমার সংসার ভেঙ্গে দিয়েছে...আমার এত বছরের সাজানো সংসার...আমার ছেলেমেয়ে ...আমার সামাজিক অবস্থান সব সব শেষ হয়ে গেলো।


আমার স্ত্রী আমার অগোচরে ইন্টারনেটের মাধ্যমে প্রেম করেছে, বিয়ে করছে এক কম বয়সী ছেলেকে যে শুধু বিদেশী পাসপোর্টের জন্য ওকে বিয়ে করেছে।
যে নারী অবৈধ সম্পর্ক করে এতোগুলি জীবন ধ্বংস করেছে তাকে আমি ঘৃণা করি...’
তিতি চেয়ার ছেড়ে উঠে পাঁয়তারা করতে থাকে। এলোমেলো ভাবনা তাকে অস্থির করে তুলছে-
বিদেশী পাসপোর্টের জন্য একজন যুবকের পক্ষে সংসারী এক রমণীর সাথে সম্পর্ক গড়ে তোলা হয়তো সম্ভব। অনেকেই নাকি এরকম করে এ গল্প সে শুনেছে।
কিন্তু মাঝ বয়সী একজন বাঙালি বিবাহিতা স্ত্রী তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা না করে বিশ বছরের সংসার কী কারণে ছেড়ে এলো এটা তার কাছে এক বিস্ময়?
মেয়েটি কি তার সংসারের সাথে প্রতারণা করেছে নাকি প্রতারিত হয়েছে? সে কি তার স্বামীর ভালোবাসার স্পর্শ কখনোই অনুভব করে নাই নাকি অবহেলা এবং অত্যাচারের শিকার ছিলো সে? কোন সাহসে একজন মা নিজের ঘর ভেঙ্গে বেছে নিলো এই ঝুঁকিপূর্ণ পথ অসম বয়সী এক যুবকের সাথে?
এতো সব অজানা প্রশ্ন তাকে বিভ্রান্ত করে আর ভাবতে পারে না তিতি...



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।