দ্রোহের আগুনে উঠুক জ্বলে হেলায় ফেলায় কাটছে বেলা অভিমানেই রাত অথৈ জলে হাতড়ে মরি পাইনা কোন হাত। ঘূর্নিজলে ডুব সাঁতারে হাতড়ে মরেই শেষ অনেক অনেক কোলাহলে স্বপ্ন নিরুদ্দেশ। মেঘের দেশে আনমনেতে একলা বসে ভাবি কই হারালো সোনার সে দিন স্বপ্নলোকের চাবি। কই হারালো ঝুম দুপুরে অচীন কাব্য লেখা হারালো কোন অতল জলে তোমার পথের রেখা। খুঁজতে তোমায় জলেন কনায় এই আমি হই ঢেউ কোন কুলেতে ভিড়বো গিয়ে জানবে নাতো কেউ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।