খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
কোথাও কি কোন খুদ ছিল
নাকি অব্যক্ত জীবনের ব্যপ্ত পরিসরে
চাহিদাগুলো হারিয়ে গিয়েছিলো!
ভুল বুঝাবুঝি সে আর নতুন কি
মাঝে মধ্যে অনেক কিছু ছেড়ে দিতে হয়
সব কিছু ধরে পারা যায়!
ওতো জিদ চেপে রেখে কি লাভ!
হয়তো ভাবছে তোমার প্রত্যাবর্তনের
সব আয়োজন চুড়ান্ত করে রেখেছি
মোটেও না
তোমার ফিরে আসার অপেক্ষা আর আমার নেই!
কি হবে সেই পুরোনো জিদ
আবার সেই চেহারা দেখতে হবে তার জন্য!
প্রয়োজন নেই ।
দুরে আছো বেশ আছে
প্রতিনিয়ত তোমার স্মৃতিগুলো খেলা করে
আমার ঘরে
ওয়ারড্রবে আলনায় বারান্দায় চেয়ারে
যেখানে যেখানে তোমার সরব উপস্হিতি ছিলো!
আমি প্রায়শ্চ স্পর্শ করি
অস্তিত্বের সন্ধানে কিন্তু তারপর ও
তোমাকে কাছে পাওয়ার কোন মোহ
আজ আর আমার নেই!
ভালো থেকো
ভালো থাকা খুব জরুরি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।