আমাদের কথা খুঁজে নিন

   

আঁকতে পারতাম...এখন আর পারিনা...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

আঁকাআকির দিকে আমার ঝোঁক সবসময়ই...৪-৫ বছর বয়েসে পাড়ার এক আর্ট স্কুলে বছরখানেক মাস্তিও করেছি...সেখানে কি শিখেছিলাম তা মনে নাই...তবে ম্যাম এর কাছ থেকে একটা চমতকার জ্ঞ্যান পেয়েছিলাম রঙ মেশানোর উপর...কোন রঙের সাথে কোনটা মিশালে কি হবে তা আমি এখন প্রয়োগ করি ফেব্রিক পেইন্টের কাজে...হিহিহি...আর ছবি আঁকার কাজে তুলির চেয়ে আমার পারদর্শীতা আসলো পেন বা পেন্সিল স্কেঁচ-এ... যদিও স্কেচ বিষয়ে আমার তেমন কোন জ্ঞ্যান নাই...সামান্য কিছু বই পড়ে আর বেশীরভাগই ফিগার ড্রইং এর বই দেখে আঁকা...আবজাব আঁকতে আঁকতে স্কেচিং প্যাড শেষ করে ফেলার পর আঁকতে শুরু করলাম এ৪ কাগজে...শেষে ৫০টা এ৪ স্ট্যাপল করে একটা খাতা বানালাম...ক্লাসের ফাঁকে ফাঁকে আঁকা আঁকির নেশাটা জমে উঠেছিল ৩য় আর ৪র্থ সেমিস্টারে...আর এখন এসবই স্মৃতি...কারণ আঁকা আঁকি ভুলে গেছি...কিছুতেই আর আঁকতে পারিনা...এখনকার আঁকা ছবি দেখলে মনে হয় ৫ বছরে সেই পিচ্চি আমি খাতায় দাগাদাগি করেছে...হায়...:# [এই ছবিটা মনে হয় মাল্টিপ্লাইয়ে বা অরকুটে কারোর থেকে পেয়েছিলাম...বাকিগুলার মাঝে ২য়টা কোন উপন্যাস থেকে আর স্কেচের বই থেকে নেয়া...মানে দেখে দেখে আঁকা...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.