আমাদের কথা খুঁজে নিন

   

এরকম আঁকতে পারলেতো হইতোই! স্টিভ হ্যাঙ্কস এর আরও কিছু ছবি [প্রাপ্ত বয়স্কদের জন্য]

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

স্টিভ হ্যাঙ্কস বর্তমান সময়ের সবচেয়ে সম্মানীত জলরং শিল্পীদের মাঝে একজন। তার কাজের আবেদন তার বাস্তবতা আর নিখুঁত ছবির জন্যই। যেটা জলরং শিল্পীদের জন্য ফুটিঁয়ে তোলা বেশ কঠিন। তার প্রতিটি কাজ অসাধাররকম নিখুঁত, একটা বাচ্চার মুখের ভাব, বা কাপড়ের ভাঁজ, অথবা বাতাসে চুলের উড়াউড়ি হ্যাঙ্ক যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনটা আর কেউ পারেনি। স্টিভ হ্যাঙ্কস এর জন্ম ১৯৪৯ সালে সান ডিয়েগোতে একটি মিলিটারী পরিবারে।

তার বাবা ছিলেন একজন নেভী কর্মকর্তা। হ্যাঙ্কস বেড়ে উঠেন টেনিস আর সার্ফিং নিয়ে দক্ষিন ক্যালিফোর্ণিয়ার সমুদ্রসৈকতে। যে জন্য তার ছবির একটা বড় অংশ সাগর নিয়ে। তা ব্যাপারে জানতে চাইলেই ইন্টারনেটে অনেক তথ্য পাবেন। আসুন আর সময় নষ্ট না করে তার কিছু ছবি দেখি।

আগেই বলে নিয়েছি আবারও বলছি, এখানে বেশ কিছু ন্যুড ছবি আছে, যাদের শিল্প বোঝার মন ও মানসিকতা নেই তারা দয়া করে এটুকু পড়ার পর বাকিটুকু না দেখলেও পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।