আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৮২ (এতেই এত খুশি? আর কিছু কি চাইবিনা তবে? )

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৮১ (একটা দিনের ঘর-পালানোর সুখ) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : অনু : হুমম... : ব্যাস্ত বেশী? : হুমম : খেয়েছিস্? : না : চার'টা বাজে! : কাজের চাপ : আমার কিন্তু ঔষধ খেতে হয় : খেয়ে নে তুই! খাসনি এখনো? : তোর আগে খাই কখনো! : সপ্তী আমার, সোনা আমার খেয়ে নে : কত কঠিন আমি, জানিস্ তুই : এই ব্যাপারটাই ভালো লাগে : কোন্ টা? : খোঁজ খবর, জোর জবস্তি। : রাগও তো করিস্ : খুশিওতো হই আচ্ছা এই সুখইকি ভালোবাসা? : এতেই এত খুশি? আর কিছু কি চাইবিনা তবে? হি হি হি। : ভালোই জানিস্, আব্দার আমার বাধন মানে? হে হে হে। ১৮-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।