হয়তো কিছু নাহি পাবো..
কি লিখব
নিথর কলম,নির্বাক আমি
স্ব্প্নগুলো যখন
ক্ষত বিক্ষত, তখন
কিই বা লেখার আছে
স্বপ্নের ভুবনে
আজ আমি নিঃস্ব
রুদ্ধ দুয়ারে বার বার
যেন আমি আমার
প্রতিদ্ধনি শুনতে পাই
একা আমি বড় একা
ছায়াটুকু যেন আমায়
ছেড়ে যেতে চায়
অমোঘ বাসনা রয়ে যায় অপূর্ণ
কি লিখব আজ
কোন ভাষায়
রাঙাবো নতুন স্ব্প্ন
সবই তো হারিয়ে গেছে
আমায় শূণ্য করে
নেই কোন শিহরণ
নেই কোন অনুভূতি
শুধু অপলক চেয়ে থাকা
নতুন কিছুর অপেক্ষায়....
এই মুহুর্তে আর বিশেষ কিছু লেখার মত কিছুই কীবোর্ডে আসছে না...
আমার প্রথম লেখাটা একটু বেশি বিষন্নতা পূর্ণ হয়ে গেলো হয়তো ...
কি আর করার হয়তো এমনই আমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।