এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । কবি মেহেরুননেসার কথা কি আমরা ভুলে যাবো? তার হত্যার এই বিচার? ১৫ বছরের কারাদন্ড! কবি মেহেরুননেসা ‘জনতা জেগেছে’ কবিতা লিখে বাঙালির জাগরণের পক্ষে কথা বলেছেন, তাতে পাকিস্তানীদের শত্রু হয়েছেন, রাজাকারদের শত্রু হয়েছেন। ২৭ মার্চ, ১৯৭১ তাকে হত্যা করা হয় বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে কাজ করায়। তাকে এবং তার পরিবারের প্রত্যেক সদস্যকে কেটে টুকরা টুকরা করা হয়, মাথা কেটে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন কাদের মোল্লা।
এই হত্যাকান্ড প্রমানিত হওয়া সত্ত্বেও রায়ে কাদের মোল্লাকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এই রায় প্রহসন, এই রায় বেঈমানী।
অংশ নিতে পিছপা হবেন না। ইতিহাসের অংশ হোন। আমি বা আপনি একক ভাবে হয়তো কিছুই না তবে সমষ্টিগত ভাবে আমরা অনেককিছু।
একবার কেবল চীৎকার করো দেখো ফুঁসে উঠবে মানুষ । একবার আওয়াজ করে চীৎকার ছুড়ে মারো শাহবাগ মোড়. . . . . .
যে যেভাবে পারো সাহায্য করো শাহবাগে মোড়ের অবস্থানরত প্রতিবাদীদের ।
সুপারহিরোরা শাবাস ! শাবাস !
এটাই দেশ ।
প্রিয়তমা বাংলাদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।