আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা আন্দোলনের শুরু থেকেই আমি BOAN এর সাথে জড়িত। আমি ভেবেছিলাম হেফাজত রাজনীতি করবে না। যদিও তাদের পেছনে রাজনৈতিক ইন্দন রয়েছে শুরু থেকেই। তবু আশা করেছিলাম তারা শুধু ১৩ দফা উথ্থাপন করবে। ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলবে।
লংমার্চ করে ঘরে ফিরে যাবে। এখন দেখছি আমার ধারনা ভূল। তারা বিশেষ এক উদ্দেশ্য নিয়ে ঢাকার রাজপথে নামছে। এরা কেবল ইসলাম ধর্ম বা মহানবীর (সঃ) অবমাননা কারীদের শাস্তির দাবিতে সীমিত থাকলে একথা বলতাম না, কিন্তু এরা বলছে নারী নীতি বাদ দিতে, সহ শিক্ষা বাদ দিতে, নারী পুরুষ একসাথে কাজ করা, লেখাপড়া করা, বেড়ানো- সব বন্ধ করতে। এরা আমাদের জাতীয় চেতনার প্রতীক ভাস্কর্যগুলো ভাঙ্গতে বলছে।
ভেঙ্গে ফেলতে হবে অপরাজেয় বাংলা, হয়ত শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধও ভাংতে হবে! এরা শিক্ষানীতি বাতিল চায়, দেশে কোনো আধুনিক শিক্ষা থাকবে না, সব মাদ্রাসা থাকবে আর সেখানে তালেবানী প্রশিক্ষণ হবে! এমন আরো অনেক মামা বাড়ির আবদার নিয়ে পথে নেমেছে হেফাজতে (জামাতে) ইসলামী বাংলাদেশ।
এখন যুদ্ধে যাওয়ার সময়। তাই আমি আর ঘরে বসে থাকতে পারছি না। তিরিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাকে আমি আফগানিস্তান কিংবা পাকিস্তান হতে দিতে পারি না। লড়াই হবে রাজপথে।
শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম।
..........জয় বাংলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।