ব্যঙ্গ চরিত্রে মুহাম্মাদ (সা এর নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মানবািধকার লংঘেনর সািমল ।
গত ২/১১/০৮ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনের পশ্চিম পার্শ্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধুমকেতু নাট্য সংসদের পরিচালনায় উদীচীর শিল্পীরা ‘মান্দার' নাটক মঞ্চস্খ করে। যাতে ব্যঙ্গ চরিত্রে মুহাম্মাদ (সা এর নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ নাটকের মধ্যে মোহাম্মাদ রাসূলের চরিত্রকে ব্যঙ্গ করে অধিকাংশ দৃশ্যে ‘এই কুত্তার বাচ্চা মোহাম্মদ রাসূল' বলে গালি দেয়া হয় এবং তার চরিত্রটিকে চামচা হিসেবে ব্যবহার করা হয়। যা দ্বারা মূলত ইসলাম ধর্মের প্রাণপুরুষ মোহাম্মাদ (সাকে ছোট করা হয়েছে।
মুসলিম ধর্মের একজন মহাপুরুষের নাম নিয়ে ব্যঙ্গ করে এরকম নাটক প্রদর্শন করার মাধ্যমে ইসলাম ধর্ম ও সেই ধর্মের মহাপুরুষকে ছোট করেছে যা অত্যন্ত লজ্জাজনক। এ েদেশ বাঙ্গালী সংস্কৃতি চর্চার নামে বিভিন্ন সময় মূলত ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার েচষ্টা করছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন কাজ করা বাংলাদেশের সংবিধানের পরিপন্থি। একটি সাংস্কৃতিক সংগঠন কর্তৃক ধৃষ্টতা দেখিয়ে এমন নাটক পরিবেশন করা অত্যন্ত দূংখজনক কাজ।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিকীতে গত বছর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে একইভােব কৌতুক প্রকাশ করা হয়।
এ কারণে ইনস্টিটিউটের অধ্যক্ষ সৈয়দ ফারুক আহমেদ, উপাধ্যক্ষ মহেন্দ্র কুমার সিকদার, সম্পাদনা কমিটির সদস্য চীফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) শাহাদাত হোসেন এবং ইন্সট্রাক্টর (মাইনিং এন্ড মাইন সার্ভে) মিনহাজ উদ্দিনকে ওএসডি করা হয়েছে
এমন ঘটনার ইিত সবাই েদখতে চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।