আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল বচন-১ (সংগৃহীত)

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

১. ফুটবল খেলাটি উগ্র মেয়েদের জন্য, কোমল ছেলেদের জন্য নয়। --- অস্কার ওয়াইল্ড ২. আপনি পেনাল্টি এরিয়ায়, বুঝতে পারছেন না বল নিয়ে কি করা যায়। বলটিকে সোজা জালের দিকে ঠেলে দিন। আর কি করা যেত সেটা নিয়ে পরে কথা বলা যাবে।

--- জন পেইসলি (১৯২৮-১৯৬৭) ইংলিশ ফূটবলার ৩. এটা শুধু সাধারণ একটা খেলা নয়, এটা বিপ্লবের হাতিয়ার। --- চে গুয়েভারা (১৯২৮-১৯৬৭) পরিচয় দেয়াটা বাহুল্য যদি জানতে চান ফুটবল খেলায় জিততে হলে কি করতে হয়, উত্তরটা দিয়েছেন ইউহান ক্রুয়েফ। ৪. জিততে হলে প্রতিপক্ষের চেয়ে একটা গোল বেশি দিতে হবে আপনাকে। --- ইউহান ক্রুয়েফ (১৯৪৭-) ডাচ ফুটবলার ৫. গোল হয় মানুষের স্বাধীন ইচ্ছার পরপর বসানো পর্যায়গুলোর মাঝ দিয়ে। --- কার্ল মার্ক্ম (১৮১৮-১৮৮৩) দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ৬. ফুটবল আমার 'আমি'র অংশ।

আমি যখন খেলি তখন আমার চারদিকে সারা বিশ্ব জেগে থাকে। --- বব মার্লি (১৯৪৮-১৯৮১) গীতিকার ও গায়ক [ এই ফুটবল খেলার মধ্যে দিয়ে তিনি নিজেই ঘুমিয়ে গেলেন। সাংবাদিকদের সাথে এক প্রীতি ফুটবল খেলায় পয়ের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন। পরে সেই আঘাত হতে সৃষ্টি হওয়া ক্যান্সারে তিনি মারা যান। ] ৭. ফুটবল হল খেটে খাওয়া মানুষের ব্যালে নাচ।

--- আলফ গারনেট বিবিসির কাল্পনিক চরিত্র ফুটবলের সংগা দিতে গিয়ে- ৮. ফুটবল একটা সাধারণ খেলা, ২২ জন ৯০ মিনিট ধরে একটা বলের পেছনে ছোটে, আর শেষে জয়লাভ করে জার্মানরা। --- গ্যরি লিনেকার (১৯৬০-) ইংলিশ ফুটবলার ৯. আর্জেন্টিনায় গত তিরিশ বছরের ইতিহাসে শুধু পতনই দেখবেন। সামরিক অভ্যূত্থান, আকাশছোয় মূদ্রাস্ফীতি, লাখ লাখ মানুষের দারিদ্রসীমার নিচে চলে যাওয়া, দেওলিয়া হয়ে যাওয়া একটি দেশ। এসব থেকে বাচার অবলম্বন ছিল ওই একটাই লোক- ম্যারাডোনা। ---জর্জ ভালদানো ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ১০. ফুটবল একটি অসাধারণ খেলা যদি তুমি জেত।

--- ২০০২০বিশ্বকাপে স্পেনের কোচ কামাচো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.