আমাদের কথা খুঁজে নিন

   

স্পেশাল গেসবল: বলুনতো দেখি এই তিনজন, কোন তিনজন?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ১. গেসবলের ইতিহাসে এটা সবচেয়ে কঠিন গেসবল, এ নিয়ে অন্ততঃ আমার কোন সন্দেহ নাই ২. একান্তই ব্যক্তিগত অনুধাবন, কেউ মনে কষ্ট পাইলে আমি কিছু জানিনা ] *************************************************************** তিনজন মহামতি নারীর কথা বলছি, উনাদের মধ্যকার মিল আর অমিল তুলে ধরবো, আপনাকে বের করতে হবে "এঁরা" কারা। মিল: ১. তিনজনই রাজনৈতিক নেত্রী ২. তিনজনই ভীষন পপুলার, ভয়াবহ রকমের ক্যারিশম্যাটিক ৩. তিনজনই ভীষন মেজাজী ৪. তিনজনেরই জ্ঞানের অবস্থা সেইরকম, তাঁরা কি কি জানেন এই প্রশ্ন করা হলে সবচেয়ে সহজ উত্তর হলো, "কিছুনা" (যেমন, সুরিনাম কোথায় বললে তাঁরা সমস্বরে "আফ্রিকা" বলে চীৎকার করে উঠবেন, আবার অস্ট্রেলিয়া রাজধানী কোথায় বললে সবজান্তার ভাব নিয়ে বলবেন "কোথায় আবার, সিডনী!"। ৫. তিনজনার বুদ্ধি/চিন্তাশক্তির অবস্থাও সেরকম, এ নিয়ে আর বেশী কিছু বলতে চাইনা; এখানেও তাঁরা কি কি বোঝেন এই প্রশ্ন করা হলে সবচেয়ে সহজ উত্তর হলো, "কিছুনা" অমিল: অনেক খুঁজেপেতে এঁদের মধ্যে একটিমাত্র অমিল আমি খুঁজে পেয়েছি, সেটার ভিত্তিতেই আপনাকে বের করতে হবে কে কোনজন? এটা হলে তাঁদের ইন্টারভিউ নেয়া হলে কে কেমন করবেন সেটা নিয়ে প্রথমজনকে শিখিয়ে পড়িয়ে দিলে তিনি তোতাপাখীর মতো সেটা আওড়ে কোনভাবে পার পেয়ে যান। মোটামুটি দশটা বাক্য শিখিয়ে দিলে সেখান থেকে র‌্যান্ডমলী ৬/৭টা বাক্য বলে, আপনাকে ঘাবড়ে দিতে পারবেন। দ্বিতীয়জনকে শিখিয়ে পড়িয়ে দিলেও তিনি কিছু বুঝেনওনা, মনেও রাখতে পারেননা। তাই তিনি "সর্বদা চুপচাপ" পলিসির অনুসারী। আর, তৃতীয়জনকেও শিখিয়ে পড়িয়ে দিলেও তিনি কিছু বুঝেনওনা, মনেও রাখতে পারেননা। তবে এটা যে তিনি পারেননা, সেটাও তিনি বোঝেননা। ফলাফল হয়, প্রায়ই আমাদের কিছু আবোল-তাবোল কথা শুনতে হয় এখন পাঠক মহাশয়, বলুন তো দেখি এই তিনজন কোন তিনজন? (আমি জানি, যতই কঠিন হোক, একটু ভাবলেই পারবেন।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।