মিলন, ঢাকা
"মন"
মন চলে মনে টানে
চলে তার আপন মনে,
বুঝেনা সময় ক্ষনে
কখনও চঞ্চল কখনও মন্থর
তবুও মন চলে অবিকল।
মন যখন কল্পনায়
তখন চলে অবিরাম
মন খোজে চলে বার বার,
পায় যদিও মন ক্ষনিক ক্ষন
ফিরে আসে অবিকল।
মন যখন ভাল লাগার
ছুটে চলে আকাশ পাতাল,
যা দেখে সে লাগে ভাল
মন হয় তখন এলোমেলো।
মন যখন নাই ভালো
জীবন লাগে অগোছালো।
খোজে ফিরে কখন হবে মন ভালো।
............ মিলন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।