আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মেধা ও দিগন্ত টিভি'র নকল লেগো !

www.digitalsomoy.com.bd

আমি একজন শিক্ষানবিশ সাংবাদিক। নিয়মিত কাজ করি একটি অনলাইন পত্রিকায় । প্রয়োজনের তাগিদে ইন্টারনেট ব্যবহার করতে হয়। প্রতিদিনের মতো একদিন গুগল সার্স ইঞ্জিনে ইমেজ সার্সিং এর এক পর্যায়ে দেখি ডাইরেক টিভি (ডাইরেকটিভি.কম) নামে আমেরিকার একটি চ্যানেল এর লেগো যা আমার খুবই পরিচিত একটি বাংলাদেশী চ্যানেলের লেগুর মত মনে হল। মনের মাঝে খটকা তৈরী হওয়ায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করি এবং নিশ্চিত হই বিষয়টি সত্য। আমাদের ইলেক্ট্রনিক্স মিডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে আত্নপ্রকাশ পাওয়া দিগন্ত টেলিভিশন চ্যানেলটির শুরু থেকে বর্তমান অবধি প্রতিথযশা লোকজন দ্বারা এর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলে ব্যাক্তিগত ভাবে আমি জানি । তাহলে দিগন্ত টেলিভিশনের মৌলিক একটি বিষয় তাদের লেগো কিভাবে একটি বৈদেশিক চ্যানেলের রেজিষ্ট্রার্ড লেগোকে নকল করে তৈরী হয়েছে তা আমার বোধগম্য হয়না। মেধাবী হিসাবে বহি:বিশ্বে আমাদের যথেষ্ট সুনাম থাকলেও এধরনের নকল প্রবণতার কারণে আমাদের মেধার কোয়ালিটি কি প্রশ্নবিদ্ধ হয়না? নাকি দিগন্ত টেলিভিশন সূদর প্রসারী কোন লক্ষ্য বাস্তবায়ন করার জন্য ডাইরেক্ট টিভি’র বাংলাদেশী এজেন্ট হিসেবে কাজ করছে? ডাইরেক টিভি’র ওয়েব সাইটে যে লেগো দেখা যায় তাতে দিগন্তটিভি'র লোগোর মধ্যে শুধু এটুকু পার্থক্য যে, দিগন্ত টিভি'র লোগোর মাঝখানে কিছু রেখা সংযোজিত হয়েছে এবং প্রতিষ্ঠানের নামের টাইপের ধরন পরিবর্তন করা হয়েছে। মোঃ মোস্তাফিজুর রহমান,রিপোর্টার, নোয়াখালী ওয়েব। http://www.noakhaliweb.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।