আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৬৫ (মন যদি দেই,অন্য কিছু রাখবো কেন!)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৬৪ (আছেই যখন) : মন দিবি? : কি করবি নিয়ে? : লাটিম বানাবো : ঘুরিয়ে মারবি? : মারার মধ্যেই মরণ-সুখ। : নিজে মরবি না? : ঘুরিয়ে মরবো (চাপা হাসি) : দুষ্ট কথার বৃষ্টি ঝরাস : দুষ্ট বল্লি? : দুষ্টরে কি মিষ্ট বলে! : শরীর দিবি? : অসভ্য : ঠিক করে বল্ : কী? : দুষ্ট না অসভ্য আমি? : সব কিছু তুই : কেমন কেমন? (আগ্রহ) : দস্যি ডাকাত : জোর করেছি! : ও ভালো কথা, কাপুরুষও : দস্যি কভু কাপুরুষ হয়! : কেউ হয়না, তুইতো হলি : অন্যতম? : আমার চোখে : সিরিয়াস? : মন নিবি? : কি করবো নিয়ে? : লাটিম বানাবি : ঘুরে মরবি : মরার মধ্যেই জন্মের সুখ : (চুপ) : শরীর নিবি? : কি করবো? : আদর করবি, আমরণ। ৫-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।