আমাদের কথা খুঁজে নিন

   

বিলাস

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

লেখক হুমায়ূন আহমেদ সম্ভবত বিভিন্ন জিনিস নিয়ে বিলাস করতে খুব পছন্দ করেন। তাঁর লেখায়, নাটকে, সিনেমায় প্রায়ই তিনি বৃষ্টি বিলাস, সমুদ্র বিলাস, জোছনা বিলাস ইত্যাকার কথা ব্যবহার করেন। তিনি নিশ্চিতভাবেই প্রকৃতিপ্রেমী; তাই সেন্ট মার্টিনে বানিয়েছেন সমুদ্র বিলাস নামক বাড়ি, জোছনা গায়ে মেখে স্নান করতেও ভালবাসেন তিনি, বৃষ্টি, জোছনা, সমুদ্র..... এসব নিয়ে বিলাসিতা করতে আমারও ইচ্ছে হয়, কিন্তু আমার সাহস হয় না। সমুদ্রের বিশালতা কিংবা বৃষ্টির পবিত্রতা নিয়ে খেলার জন্য যে উদারতার প্রয়োজন হয় সেটাও আমার নেই, তাই বলে ইচ্ছাটাও কি আমি প্রকাশ করতে পারব না?? সেই ইচ্ছাই আমি প্রকাশ করতে এসেছি...... তবে........................................... হুমায়ূন আহমেদের নাটক দেখে আমার অনেক বিলাসিতা করতে ইচ্ছা হয়েছে শুধু যেটা করার ইচ্ছে হয়নি সেটা হল......... .................. ........................ বুয়া বিলাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।