"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
রাজধানী ঢাকার 'দক্ষিণের জানালা' খ্যাত বুড়িগঙ্গা বাচানোর স্লোগান দিতে দিতেই সময় বয়ে যাচ্ছে । কাজের কাজ কিছুই হচ্ছে না । বুড়িগঙ্গা দখলমুক্ত ও হচ্ছে না , দুষণমুক্ত ও হচ্ছে না ।
পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টার বিরাম নেই কিন্তু জনসচেতনতা তেমন সৃষ্টি হ্ওয়ার লক্ষণও দেখা যাচ্ছেনা ।
বছর কয়েক আগে গঠিত বুড়িগঙ্গ বিষয়ক টাস্কফোর্সের সুপারিশগুলো এখনও হিমাগারে রয়ে গেছে ।
২০০২ সালের অক্টোবরে আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স ১৭ দফা সুপারিশ তৈরী করে যা বর্তমানে ৩১ দফায় দাড়িয়েছে কিন্তু তার এক-তৃতীয়াংশও বাস্তবায়িত হয়নি ।
নগরীর চারপাশের নদী- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ মরে যাচ্ছে । নদীগুলোতে নানা রকম শিল্পবর্জ্য, কাচাবাজার ও হাসপাতালের বর্জ্য এবং পয়োবর্জ্য ফেলে নদীগুলোর পানি বিষাক্ত , পচা ও দুর্গন্দময় করে ফেলা হয়েছে ।
আর এই পনিই নদী তীরবর্তী এলাকার , বিশেষ করে গরীব মানুষ খায়, তাতে গোসল করে । পনি বিষাক্ত জেনেও তাদের কিছু করার নেই ।
পরিবেশ সংগঠনগুলো নানা দাবী দাওয়া পেশ করছে কিন্তু শেষ পর্যন্ত সব অরণ্যে রোদন হচ্ছে ।
বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো শেষ পর্যন্ত না বাচলে এ শহর ও জনপদ , গাছ, মাছ, জীববৈচিত্রসহ সামগ্রিক পরিবেশই ক্রমে নিশ্চিতভাবে চরম বিপর্যয় ও ধ্বংসের মুখে পরিণত হবে ।
আমরা যে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি তা বুঝতে পারছি না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।