ডুবোজ্বর
১৯০৫০৩
সকল সম্ভাবনার পাশে অসম্ভব গীতবর্ণ মেঘ দাঁড়িয়ে থাকে
তার কথা আমি জানি
তাকে আমি ঘুম আর স্বস্তির বীজ দিলাম দুইটি করতলে
সে মাটি খুঁজে পেলো না
কোথায় করবে বপন
যেপথে হেঁটে গিয়েছে চলে সুদীর্ঘপথ
সেই পথের আমি
তাকে শেখালাম পথচলা
সে পড়ে আছে শরীরের ভিতর অস্থির এক জান্তবসুন্দরতা নিয়ে
পথচলা যে বিফল তা জানতে হয় হেঁটে হেঁটে একদিন
একদিন জানা যাবে কোনোদিন আর ভোর হবে না
চোখের বুকের রক্তের যন্ত্রণা নিয়ে সে পড়ে থাকবে অমর প্রতীক্ষায়
শয্যা তার কণ্টকিত মনে হবে তখনও
তার দুইটি হাতের ভাঁজে ঘুম আর স্বস্তির বীজ শুকিয়ে যায়
মৃত্তিকার সন্ধান মেলে না
কোথাও পড়ে থাকে পরতে পরতে উর্বরমৃতল
সে তা জানে না
সন্ধ্যার অমরতা ঝুলে থাকে দিগন্তের ডালে
তাকে আমি সম্ভাবনার কথাই বলেছি একদিন চিরদিন
বলি নি এখানে অশোধিত থাকে থেকে যায় মৃত্তিকার ঋণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।