আমাদের কথা খুঁজে নিন

   

যে কান্না কোন দিন শেষ হবে নাঃ৩ মাস পাগলের মত কাটায় আমার এই নানু...

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

তাজউদ্দিন আহমেদ এর বোন,আমার নানু ।নভেম্বর শুরু হলেই কেমন জানি হয়েযান ।প্রায় তিন মাস কাটে পাগলের মত অবস্থায়।মাঝে মাঝে সীমিন অন্টি যখন দেখতে যান ২ জনে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কেলেন্ডারে মাস যাই হোওক.... এই কান্না যেন কোন দিন শেষ হবার নয়। তাজউদ্দিন আহমেদ সহ যে ৪ নেতা কে ৭৫ এ নির্মম ভাবে হত্যা করা হলো,সেই হত্যা শুধু এটাই প্রমাণ করে,শত্রুরা জানত এই ৪ বাঘ কে জীবিত রেখে তারা তাদের অসৎউদ্দেশ্য সফল করতে পারবে না। কষ্ট হয় ভাবতে আমরা আজ নিজেদের কিভাবে সভ্য জাতি হিসাবে পরিচয় দেই,যেখানে এদেশের রাষ্ট্র তার সকল শক্তি ব্যবহার করে খুনিদের মদদ দেয়,তাদের বিচার বন্ধ রাখে।আর অনেক চড়াই উতড়াই পার হয়ে বিচারের রায় হলেও,তা ঝুলে থাকে নানা অজুহাতে!!!! আমি জানি এই পোস্টেও মাইনাস আসবে!!কারন আমাদের মাঝে অনেকেই আছেন,সংখ্যায় তারা একেবারে নগন্য নয়,যারা এটা ভাবতে পারেনা যে আমার সাথে রাজনৈতিক মতের অমিল থাকতে পারে কারো,তাই বলে তাকে হত্যা ও তার বিচার বন্ধ করে রাখাটা কোন সভ্যতার পরিচয় বহন করে না! কিন্তু এটা নির্মম সত্য,ইতিহাস কাওকে ক্ষমা করে না। যার যা প্রাপ্য তা সে পাবেই,আর কেও ভুল করলে তার ফল তাকেও বহন করতে হবে। কিন্তু এটাও ইতিহাসের নির্মম সত্য,ইতিহাস থেকে কেও কোন দিন শিক্ষা নেবে না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.