আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় একটি কবিতা! সবার সাথে শেয়ার করলাম!!

অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানেই থাকতে পারে।

জুতা বিষয়ক: মাকিদ হায়দার বাবা হরিপদ, চিঠি পাইবামাত্র জুতা কিনিবা, আমি জানি তোমার পদযুগলে কোন জুতা নাই জুতা ছাড়া ঢাকা শহরে তুমি চলাফেরা করিতেও পারিবেনা। শুনিলাম জুতার দাম আগের মত নাই আরো শুনিলাম ঢাকা শহরের একদল লোক সারা বছরই রাস্তায়, খাল-খন্দক কাটিতে পছন্দ করে তাই ভয় হয় তুমি যদি সেই খানা-খন্দকে একবার পড়িয়া যাও তোমাকে ডাঙ্গায় তুলিবার মতো লোকজন আজকাল নাই বলিলেই চলে তাই তোমাকে বলিতেছি তুমি দুই জোড়া জুতা কিনিবা। একজোড়া তোমার জন্য আরেক জোড়া মুক্তিযুদ্ধের নামে। মুক্তিযুদ্ধ যেন সেই জুতা পায়ে দিয়া তোমার সাথেই আমাদের দোহার পাড়ার বাড়ীতে একবার আসিয়া বেড়াইয়া যায়। ইতি তোমার মা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.