আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

রিয়াদ হাওলাদার j gan ta shune chokh dia pani chole aslo....seta bole National Anthem k bikrito kora hoyse.!!.... jor kore ai gaan gaowaito School a...r ai gaan ami ek bosate 40 bar shunsi.. bangali kokhono-e valo jinis k appreciate korte pare na!!.... j ai gaan gise tar birudhe rastrodohita r mamla korte boltese!! "Khiyo" vaat marbe to tai soranor dhanda kortese.. eto abeg nia national Anthem gise kina keo amr jana nai.(Miran Rahman) গানটা ত ভালোই লাগল বাপু! কম্পোজারদের পুরা পারফর্মেন্সে কোথাও বলা যায় না যে তারা তামাশা করসে, বেশ ভাব ও গাম্ভীর্যের সাথেই গীত হইল, তবে সুরটা একটু আলাদা ঠেকে, সেটাই কি অবমাননা , নাকি?(Farseem Mannan Mohammedy) সত্যিই গানটা খুব সুন্দর হয়েছে, কিন্ত তারপরেও একদল বোদ্ধা (বুদ্ধু) এর নামে নেতিবাচক সমালোচনা করে যাচ্ছে । আসলে খুব কটু করেই তাঁদেরকে বলতে হয় যে তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, নতুনকে ধারণ করার মত শক্তি এবং ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন । সরকারি অফিসে এখনও windows xp আর MS word 2003 ব্যবহার করে কিন্তু এখন অনেক বেশি সুবিধা সম্পন্ন windows 8 আর ms word 2010 চলে আসছে কিন্তু তারা সেটা ব্যবহার করবে না । তাঁদের কাছে ডিজিটালের চেয়ে এনালগ ভাল । আমাদের প্রবীণ শিল্পীদের অবস্থা সেরকম।

তারা পরিবর্তন মেনে নিতে পারছেন না । সেদিন একজনের লেখায় পড়লাম যে, আজ থেকে ৫০ বছর পরে জাতীয় সঙ্গীত যদি রক স্টাইলে গাওয়া হয় তাতে অবাক হওয়ার কিছু নাই । বাস্তবতা তো সেটাই। । সময়ের স্রোতে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনকে মেনে নিতে হবে।

আমরা কেন যেন ঠিক পরিবর্তন পছন্দ করি না। সময়ের সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে, সবকিছুতেই একটু একটু করে পরিবর্তন আনতে হবে । মানুষ এক জিনিসের মাঝে বেসিদিন থাকতে পারে না, একঘেয়েমি চলে আসে । তাই নতুনত্ব দরকার, পরিবর্তন দরকার । ঐতিহ্য ঐতিহ্য করে আমরা মরে যাই ।

এই ঐতিহ্যের বহিপ্রকাশে BPL এর মত আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে গাওয়া হয়, "মরার কোকিলা", "বুকটা ফাইত্তা যায়", ৫০ বছর আগের সাবিনা ইয়াসমিনের বিখ্যাত গান, তাতা থৈথৈ নৃত্য । এইগুলো ঐতিহ্যকে না উঠিয়ে আরও দাবিয়ে দেয়। কোন কিছুর পরিবর্তন মানে তাকে অপমান করা না, তাকে সুন্দর করা । ঐতিহ্যকে আমরা ধরে রাখব, নিজের দেশের অর্জনকে সম্মান করব এবং তাদেরই প্রয়োজনে তাঁদেরকে পরিবর্তন ও পরিবর্ধন করব । তার মানে এই না যে আমরা তাঁদেরকে অসম্মান করছি, অবমাননা করছি ।

তাঁদেরকে ধরে রাখার জন্য এবং পৃথিবীর আরও উচ্চতর অবস্থানে উন্নীত হওয়ার জন্যই এই পরিবর্তন প্রয়োজন । আমরা কেউই খুব ঠ্যাকায় না পড়লে BTV দেখি না । এর কারন সবাই জানে, BTV ১৫ বছর আগে যেমন দেখেছি খুব অল্প কিছু পরিবর্তন ছাড়া আজও তেমনই দেখছি । আমাদের অন্যতম ঐতিহ্য যাত্রাপালা এখন আর নাই, অনেক আন্দলন হয় সভা হয়, হায় হায় আমদের যাত্রা পালা তো বিলিন হয়ে যাইতেছে । মানুষজনের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলে আপনারা যাত্রা দেখুন যাত্রা দেখুন ।

মানুষ কেন যাবে যদি সেখানে তার প্রয়োজন না মেটে । আমাদের পালা গান, ভাটিয়াল গান , মেঠো সঙ্গীত হারিয়ে যাচ্ছে; আমাদের এই একপেশে মানসিকতার কারনে। উন্নত দেশগুলতে নতুন কে খুব সমাদরে স্বাগত জানান হয়, তারা জানেন নতুন কিছু মানেই উন্নত কিছু, আরও সুন্দর কিছু যা তাঁদেরকে আরও কিছুটা সামনে নিয়ে যাবে । আজকে আমরা যা পেয়েছি তা ধ্রুব না, কালকে তার চেয়ে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য এবং অবশ্যই কালকে তার উন্নত পরিবর্তন হবে। সয়ং বিজ্ঞানও দাড়িয়ে আছে এই নিতির উপরে ।

কিন্তু আমরা বিশেষ করে উন্নয়নশীল এবং অনুন্নত দেশের মানুষেরা নতুন কিছু দেখলেই আতকে উঠি । প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর পরিবেশ থেকে । নতুনকে অবমাননা করে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াব? তবে আমার লেখা পরে কেউ ধারনা করবেন না যে আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বলছি । কথা প্রসঙ্গে এই কথাগুলো চলে আসছে । আসলে "khio" যেটা করেছে আমি সেটাকে ইতিবাচক ভাবে নিয়েছি ।

জাতীয় সঙ্গীত আমার খুব ভালবাসার একটা জায়গা, এটা আমার নিজের একটা জিনিশ আমি চাইলে তাকে একটু নতুন করে সাজাতেই পারি তাতে এমন কোন দোষের কিছু না । কিন্তু তারমানে এইনা যে জাতিয়গত পরিবর্তন করতে হবে । এটা তার ব্যাক্তিগত ব্যাপার, তবে হ্যা অপমান করলে অবশ্যই তা প্রতিহত করতে হবে, সাথে সাথে সবাইকে একসাথে উঠে দারাতে হবে। যতক্ষণ পর্যন্ত অবমাননা না করছে ততক্ষণ ঠিক আছে, কি দরকার তাকে টেনে হিঁচড়ে জাতির সাথে যুক্ত কারার । ধন্যবাদ।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.