তালেবানদের অস্ত্র ছেড়ে সরকারের নেতৃত্বাধীন উচ্চ শান্তি পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আফগান সরকার।
শুক্রবার পরিষদের মুখপাত্র শাহজাদা শাহেদ বলেন, তালেবান গেরিলাদের সাহস নিয়ে আফগান সরকার ও শান্তি পরিষদের সঙ্গে আলোচনায় বসা উচিৎ।
পাকিস্তানের তেহরিক ই তালেবান এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর একদিন পর আফগান শান্তি পরিষদ এই আহ্বান জানাল। পাকিস্তান তালেবানদের কাছ থেকে আফগান তালেবানদের শিক্ষা নিয়ে শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসা উচিত বলে মনে করে আফগান সরকার। সম্প্রতি দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে হত্যা না করতে তালেবানদের প্রতি আহ্বান জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।