জাদুনগরের কড়চা
কয়েক মিলিয়ন বছর ধরে কলোরাডো নদীর ঘর্ষণে পাথর ক্ষয়ে ক্ষয়ে সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতের। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাংশে এর অবস্থান। গিরিখাতটি ১ মাইল গভীর, এবং অনেক ক্ষেত্রেই খাড়া নেমে গেছে। প্রতিবছর কিনারা থেকে নিচে তাকাতে গিয়ে গড়ে ১০ জন দর্শক মারা যায় এখানে। অবশ্য রেলিং ছাড়া খাড়া যেভাবে নেমেছে, তাতে সেটাই স্বাভাবিক।
গুগলে ইন্টার্নশীপ শেষ করে ২০০৭ এর আগস্ট মাসে আমরা যখন ফেরত আসছিলাম, তখন এক দিনের জন্য থেমেছিলাম গ্র্যান্ড ক্যানিয়নে। সেই ভ্রমণকাহিনী নিয়েই এবারের এই সিরিজ।
(চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।