সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, খেলাটির প্রেক্ষাপট তৈরি হয়েছে লন্ডনের কাল্পনিক এক এলাকা লস স্যান্টসকে ঘিরে।
সনির ‘দ্য লাস্ট অফ আস’ গেইমটিও দুটি অ্যাওয়ার্ড জিতেছে। ‘বায়োশক’ এবং ‘সিস্টেম শক’ গেইমদুটির নির্মাতা কেন লেভিন আজীবন সম্মাননা অর্জন করেছেন।
গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড দর্শকের ভোটে নির্বাচিত বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেইমের পুরস্কার হিসেবে বিবেচিত হয়।
এবারে ভোটপ্রদানকারীর সংখ্যা ছিল এক কোটিরও বেশি। আজীবন সম্মাননা এ বছর থেকে সংযোজন করা হয়েছে।
‘গ্র্যান্ড থেফট অটো ৫’ গেইমটি গতমাসে বাজারে এসেছে। বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে এটি সবচেয়ে দ্রুত বিক্রিত বিনোদনপণ্যে পরিণত হয়। মাত্র তিনদিনের মধ্যেই গেইমটির আয় হয় প্রায় ১০০ কোটি ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।