গোল্ডেন জয়স্টিকের বর্ষসেরা গেমের পুরস্কার জিতে নিয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত ক্রাইম গেম গ্র্যান্ড থেফট অটো ৫।
গোল্ডেন জয়স্টিক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেম এ্যাওয়ার্ড। প্রতি বছর তারা অনলাইনে বর্ষসেরা গেমের জন্য ভোটের ব্যাবস্থা করে থাকে। এ বছর মোট ১০ মিলিয়ন ব্যাক্তি গোল্ডেন জয়স্টিকের ভোটিং এ অংশগ্রহন করেন। ভোটিং শেষে গতকাল লন্ডনে এক অনুষ্ঠানে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমেরিকার রকস্টার নির্মিত বহুল সমালোচিত গেম গ্র্যান্ড থেফট অটো ৫ কে বর্ষসেরা গেম হিসেবে ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের ১৭ তারিখ প্রকাশ পাবার পর থেকেই অনলাইনে খেলা গেমের তালিকায় গ্র্যান্ড থেফট অটো ৫ সবার শীর্ষে।
তবে গ্র্যান্ড থেফট অটো মুক্তি পাবার পর থেকেই অ্যাডাল্ট কন্টেন্ট এবং ক্রাইমের জন্য এর অনেক সমালোচনা হয়ে আসছে। অনেকে মনে করেন গেমটি সমাজের তরুন প্রজন্মের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে।
বিঃদ্রঃ লেখাটি soncharon.com/technology পাতা থেকে নেয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।