কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
দাড়ি টুপির নামে প্রতারণা করছে জামায়াত, সাধু সাবধান!
তারা প্রতারিত করছে ইসলামকে। তাদের প্রদর্শীত কার্যকলাপ প্রতিনিয়ত কলুষিত করছে বাংলাদেশের হাজার বছরের লালিত সাংস্কৃতিক অঙ্গনকে । তাদের বিষাক্ত থাবা অপবিত্র করছে স্বাধীনতার স্বপ্নকে। তাদের রুখে দাড়াবার সময় এখনই। তারা ইতিহাসের আবর্জনা ।
সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি কখনই গনতন্ত্রের মিত্র হতে পারেনা। ধর্মভিত্তিক রাজনিতি আর ধার্মিকতা সমার্থক নয়। জনজীবনের সমস্যা সংকট, মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার সমাজ প্রগতির সংগ্রামে কখনই তাদেরকে পাওয়া যায় নি। গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকে তারা কখনই ধারণ করে নি। যে কারণে সব সময়ই দেখা যায়, জনগণসহ প্রগতিশীল রাজনৈতিক দল ও শক্তির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৈরি দ্বন্দ্ব লেগেই আছে।
'৭১ সালের মুক্তিযুদ্ধেও তারা চরমভাবে বিরোধিতা করেছে। ব্যাপক ধংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে। '৭১-এর মুক্তিযুদ্ধের পরও এদের অপকর্ম বন্ধ হয় নি। পৃথিবী যখন সামনের দিকে এগুচ্ছে তখন তারা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। আর তাই স্বাধীনতার ৩৭ বছর গত হলেও এদের বিরুদ্ধে জনগণ তথা প্রগতিশীল শক্তির সংগ্রাম শেষ হয়ে যায় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।