আমাদের কথা খুঁজে নিন

   

বাউল ভার্স্কয অপসারণ এবং হজ্জ্ব মিনার নির্মাণ



বাউল ভার্স্কয অপসরণ এবং হজ্জ্ব মিনার নির্মাণ প্রসঙ্গে কিছু কথা:..... বাউল ভার্স্কয অপসারণ এবং সেখানে হ্জ্জ্ব মিনার নির্মান দুটি বিষয় নিয়ে অনেক সংবাদ রচিত হয়েছে। দুটি গ্রুপ দু রকম তথ্য সরবরাহ করছে। একে অপরকে দোষারুপ করছে। তাতে আমাদের সাধারণ জনগনের কি? কোন উপকার হয়েছে না হয়নি । হবেও না কোনদিন।

ওরা এটাকে একটা ইসু্্য করে দেশে অনাকাংখিত ঘটনা সৃষ্টি করার পায়তার করতেছে। তাই আমি মনে করি আপতত দুটাই বাদ ঐ খালি জায়গা ফলের গাছ রোপন করা হউক। যাতে করে সাধারন জনগন বিনা পয়সা ফল খেতে পারে। গরীব অসহায় মানুষের সাধারণ পুষ্টির পুরনে সহায়ক হোক। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন প্রজাতির বাজে গাছ কেটে ফেলে ফলের গাছ রোপন করার উদ্যোগ নিলে দেশ ও জনগনের উপকার সাধিত হবে।

আর এতে করে কোন পক্ষই এটাকে ইসু্য বানিয়ে অনাকাংখিত ঘটনা তৈরী করতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.