আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিক শয্যা (প্রেমিক পর্ব)

সামুদ্রিক বিভ্রম

নাগরিক শয্যা (সমুদ্র পর্ব) নাগরিক শয্যা (একজন অপ্রকৃতস্থ কবি) শেষ দরজায় কড়া নাড়া হয়ে গ্যাছে- দ্রোহী, তুমি প্রেমিক হও প্রেমিকেরা আজ ক্লীববৎ চিরস্থায়ি নৈঃসর্গ ভেবে নিয়ে আলোহীন তাবৎ প্রেমিক মুষ্ঠিবদ্ধ হাত থেকে দূরে নিষাদের সহমর্মী হয়; রমনক্লান্ত এই সভ্যতা বাণিজ্যিক নিয়মে নিজের ভিতরে ক্লৈবত্য বেড়ে ওঠা দ্যাখে নির্বিকার। পিঠ চাপড়ানো আশ্বাসে জুয়ার টেবিলে উজ্জ্বল হয় নীল ঘুঁটি আমাদের নীল রঙের ঘুঁটি- ব্রীজের পাতায় ব্যাথায় নীল হয় রাশান গোলাম শেষ চাল আর বাকী- এখনও গ্লাস ধোঁয়ায় পূর্ণ হয় নি। তবু সঙ্গম-প্রিয় প্রেমিকেরা শয্যার প্রতি অনাস্থা আনে কক্ষ জুড়ে নামে শীতনিদ্রার ধুম- দ্রোহী, প্রনয়ের মোহন খিলান খুলে ক্লীবদের রক্ষা দাও তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.