কবি
একটু দুপুর করেই পোষ্টটা
চোখে এলো। ''সুবিধাবাদী সুশীল'' শিরোনামে বেশ একটা লিস্ট ঝুলিয়েছেন বিডি আইডল। দেখে এবং পড়ে ভালো লাগলো, হয়তো লাগে নাই। কেননা এই নাম পরিচয়হীন বালকের বা বালিকার বা না-বালক-না-বালিকার ব্যথা আমাকে সকালে বিষন্ন করলো। তিনি ব্যথাই পেয়েছেন।
তিনি ব্যথা পেতেই পারেন। তার নামটি ভার্স্যুয়াল হলে কি হবে, তিনি আকাশী চরিত্র হলে কি হবে বা তিনি নিজ নাম প্রকাশে দুর্বল বলেই বা কি হবে, তার ব্যথা এবং ব্যর্থতাবোধ দেখ মনে হয় আসলেই এই নামে একজন মানুষ আছে। তিনি হয়তো সকালের প্রথম আলো পড়ে একটা লিস্ট করেছেন। ব্যাপারটা তার ভালো লাগে নাই। কেন লাগে নাই জানা থাকলে ভালো হতো।
তার কথাকে গুরত্বহীন আমি ভাবি নাই। আমার উপলব্ধি হলো:
এবং ব্যক্তি হিসাবে স্বাধীন হওয়া যায় হয়তো, তবে তা বজায় রাখা কঠিন।
এবং যারা সুবিধা নিতে চায় বা এক সময় নিয়েছে এখন সুবিধা বঞ্চিত তারা সব কাজকেই একটা সন্দেহের দৃষ্টিতে দেখে।
এবং নতুন কিছুকে স্বাগত জানানো আসলেই খুব কঠিন।
এবং না জেনেই, না বুঝেই আমরা যে কাউকে যখন তখন যেকোন কাতারে ফেলে দিতে পারি পরিতাপহীন ভাবে।
এবং যেকোন ভাবে যেকোন কারনেই মানুষকে অপমান করা যেতে পারে দ্বায়িত্বহীন ভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।