সুখীমানুষ ডালে একটা ময়না বসতো প্রথম প্রথম অবাক হলাম! বনের ময়নার জানালায় কী? আড় চোখে খেয়াল রাখতাম ঝোকের ভয়ে পালায় পাছে। হয়ত একটু বিশ্বাস করে নয়তবা বেখেয়ালে- খাতিরের প্রয়াসের মূল্য দিলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে কথা বল্লাম, হাত বাড়াতে সাহস হয়না পাছে ময়না পালিয়ে যায়। বোল শিখালাম বন্ধু বলে ডাকলো ক'দিন ইচ্ছে হলে। হঠাৎ ময়না কথা কয় না বসছে গিয়ে দূরের গাছে। মনে মনে ভাবি আমি - বিরহ যদি ছিলো তখন তবেই কেবল কাছে ছিলো। তবে ময়না দূরেই থাকুক বন্ধু বলে নাইবা ডাকুক। বিরহ যেন আর না আসে নাইবা ময়না আসলো কাছে। ১০-১০-১২, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।