মানুষের জীবনের ঢের গল্প.......
রিফ তোর জন্য..... (জানি দেখবি না, মানেও বুঝবি না তবুও খুব বলতে ইচ্ছা করছে)
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে - তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায় - মাঠের ভিতরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত , শীত আর শিশিরের জল।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,------------
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমেরে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীযের অথবা জামের,
ঝউয়ের---আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
sb]জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,------------তখন আবার যদি দেখা হয় তোমার আমার!!!!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দয়ে পেঁচা নামে----
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মত নেমে চুপি কোথায় চিলের ডানা থামে।
সোনালী সোনালী চিল --শিশির শিকার করে নিয়ে গেছে তারে----
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!
জীবনানন্দ দাশ
কত দিন হয়ে গেল.....
আমাকে খুজিস না তুই বহুদিন------- কত দিন আমিও তোকে...
জানি হয়তো তোর সাথে এ জীবনে আর দেখা নাও হতে পারে..। আর কোনো দিন মনের কথা বলা হয়তো হবে না তোকে.....। ৭টা বছর একদিন ও তোকে মনের কথা না বলে কাটে নি।
আজ তিন টা বছর তোর সাথে দেখা হয় না। ভীষন মিস করি তোকে তুই কোনদিন তা জানতেও পারবি না। তুই বলতি আমি নাকি ভীযন ইমমেচিওর, ইমোশনাল, বাস্তবতা একটুও বুঝিনা। যখন আমি বাস্তবতা বুঝবো তখনও যেন এমনি থাকি.....। তখন এর র্মম বুঝি নাই।
কিন্তু আজ বাস্তবতা সরীস্বপের মত সমস্ত গা বেয়ে আমার মনকে আক্রান্ত করতে চায়। আমি এসমস্ত সহ্য করতে পারি না। আমার চারিদিকের বিষাক্ত নিঃশ্বাসগুলো আমাকেই দগ্ধ করতে ছুটে আসে। আজ বুঝেছি কেন এত লোকে দুঃখ পায়, সঠিক পথ চলতে পারে না। "রিফ" (আমার সবচেয়ে কাছের বান্ধবী রিফাত আমিন সংক্ষেপে আমি ওকে এই নামেই ডাকতাম, যে হারিয়ে গেছে ) তোর সাথে কথা বললে হয়তো আমার তিক্ত, অতৃপ্ত মন কিছুটা অবসাদ কাটিএ উঠতো।
একমাত্র তুই মুছিয়ে দিতে পারতি আমার মলিনতা।
( যারা এতোক্ষন কষ্ট পড়লেন এত বাজে বকার জন্য দুঃখিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।