আমাদের কথা খুঁজে নিন

   

কুড়ি বছর পর





কুড়ি বছর পর যদি আমার সাথে দেখা হয়ে যায় তোমার
আমাকে কি চিনবে তোমার মন ?
আমার চোখে হয়ত তখন থাকবেনা প্রবল আবেগের ছোঁয়া
জীবনের কঠিন বাস্তবতাগুলো হয়ত ভর করবে খুব ।
তখন কি তুমি জিজ্ঞেস করবে আমায়
কেমন আছে আমার মন ?

জোছনা-জলের আফাল হয়ত গায়ে মাখবোনা
চোখে হয়ত ভারি চশমার ফ্রেম থাকবে ,
রাস্তায় একটু হাঁটতে থাকলেই হয়ত কুকিয়ে যাবো ভীষণ
কোন কপোত-কপোতীর প্রেম দেখলেই হয়ত খুব বিরক্ত লাগবে।
তেমন একটা কাঠখট্টা মানুষকে দেখলে কি
আবার তোমার প্রেম জাগবে ?

কেউ আমাকে তখন মধ্যরাতে ফোন করবেনা
বুকের মাঝে জাগিয়ে দিবেনা প্রেমের উষ্ণতা ,
পাশে জেগে থাকা মানুষগুলো খুব বিরক্ত হবে
বুড়ো বলে খুব গাল দিবে ।
তখন কি কুড়ি বছর পর
আমার এ অবস্থা দেখে তুমি খুব কাঁদবে ?


চারপাশ যদি আমার থমকে যায়
বুকের মাঝে যদি হৃদয়ের ব্যারোমিটারে কষ্ট বেড়ে যায়
তখন কি তোমার বুকের কার্নিশে
আমার জন্যে তোমার ভালোবাসার বিচ্ছুরণ হবে ?
নাকি তুমি হালকা করে মুখে হাসি এনে বলবে ,
কেমন আছো তুমি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।