আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের কাউয়া...

সব ক'টা জানালা খুলে দাওনা...

শেষ বর্ষে থিসিস পেপার জমা দিলাম এক কনফারেন্সে(ICCIT-2006)। কি লিখছি আল্লাহ মালুম...তয় পন্ডিতরা নিশ্চয় বুঝতে পারছে...কারণ পেপার পাবলিশ হলো... তো ঢাকা আসতে হবে প্রেজেন্টেশনের জন্য। আমরা তিন বন্ধু রাতে খুলনা থেকে রওনা হয়ে ভোরে কল্যানপুর এসে নামলাম। এর আগে ঢাকায় এসেছি তবে অত ভালো করে চিনি না রাস্তাঘাট। আমাদের যাবার কথা সিনিয়র ভাইদের মেসে, শেখেরটেক এ।

ওইদিন আবার হরতাল ছিল। বেশ থমথমে ভাব চারদিকে। অল্প কিছু রিক্সা দাঁড়ানো... একটা সিএনজি ট্যাক্সি পেলাম কিন্তু ভাড়া বেসি চাওয়ায় রিক্সা ঠিক করলাম...তখন বুঝি নাই যে রিক্সা চালক ভাড়া অনেক কম চেয়েছিল... তিন বন্ধু বেশ গল্প করতে করতে যাচ্ছি... খেয়াল ই করিনি কোন দিক দিয়ে যাচ্ছি...ভাই হাইসেন না কেউ...আমাগো নিয়া যাইতাছিলো আগার গা এর রাস্তা দিয়া মিরপুরের দিকে(পুরা উলটা)। হঠাৎ আমার এক বন্ধু বলল কি বেপার এত সময় তো লাগার কথা না। রিক্সা থামালো...রিক্সাচালক বলল আইজ হরতাল তাই ঘুর রাস্তা দিয়া যাইতাছি...পাশের আর এক রিক্সা ওয়ালাও তার কথায় সমর্থন দিলো...কি আর করা বড় ভাইদের কাউকে ফোনে পাচ্ছিনা...তখন ও সকালের আলো ফোটেনি।

তো আবার যাত্রা শুরু হলো... শেওড়াপাড়া এসে সে একটা গলিতে রিক্সা ঢুকালো... অল্পদুর যাইতে না যাইতেই এক মোটাসোটা লোক থামালো রিক্সা... সে অনেক খোঁজ খবর করলো...হরতালের দিনে আমরা রিক্সা নিয়া ঘুরতাছি দেইখা সে বড়ই অবাক হইল। ততক্ষনে আর ও কয়জন এসে আমাদের ঘিরে দাঁড়ালো...পাশ দিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে লোকজন বের হচ্ছে...কিন্তু আমরা কেউ মুখে কথাই ফোটাতে পারছিলাম না... এরপর যা হবার তা ই হলো... এখন ভাবলে হাসি আসে যে পুরা উলটা দিকে নিয়া গেল অথচ বুঝতেই পারলাম না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।