বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
জীবনানন্দের “মৃত্যুর আগে” কবিতাটি আমার বড় প্রিয়। সম্ভবত অনেকেরই ।
পূর্বাহ্নের নির্জনতায় কবিতাটি আমি প্রায়ই পাঠ করি। কখনও দুপুরে।
এ কবিতায় আকাশের এক আশ্চর্য বর্ননা রয়েছে।
এখান থেকে পড়ছি-
আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল
প’ড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে;
যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল;
...আকাশের এই আশ্চর্য বর্ননা আমাকে ভীষন মুগ্ধ করে ... ভীষন মুগ্ধ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।