আমাদের কথা খুঁজে নিন

   

দহনের স্মৃতি-কথা

..

তুমি বললে-------অনিবার আমি বললাম------হুতাশন অগ্নিহোত্রী হয়ে গেছি দেখো কেমন অনায়াসে যেতে পারি এক আগুন থেকে আরেক আগুনে। সাগ্নিক। কি ছিল প্রথম অথবা চূড়ান্ত ভুল সুশীতল তরুছায়ে দূর্বাঘাস হয়ে বেঁচে থাকি ----এই অসম্ভব ক্ষণ-স্বপ্ন? চড়ুইয়ের খসে পড়া ধুসর পালক কুড়ানো, জমা করে রাখা? শুধুই একটি কথা কত যত্নে রাখা ছিল পারিজাত-মূলে; পাখীদের ঠোঁট থেকে ঠোঁটের আদরে চকোরের রামধনু পরাগে পরাগে এক কথা ---হাজার কথা হয়ে গেল এক নিমেষেই যেমন-উতলা বাতাসে জলের বিম্ব ভেঙ্গে একই ছবি----হাজারো প্রতিচ্ছবি। সিকস্তিতে পাড় ভেঙ্গে বয় নির্ঝরিণী দীর্ঘশ্বাসের একটি স্বাক্ষর রেখে যায় চরের ভেতরে। বৈশ্বানরের কাছে জমা রেখে যাই দহনের সমস্ত স্মৃতি-কথাটুকু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।