আমাদের কথা খুঁজে নিন

   

আত্ম দহনের কাল-১



আজ প্রার্থনা করি নতজানু ফলবতি ধানের মত প্রার্থনা করি সারা রাত বৃষ্টির পর যেমন জেগে উঠে মৃত শহর ও শহুরেরা প্রার্থনা করি দোহাই তোমার লাল কমল আর নীল কমল আসমানি সাদা বেগুনী প্রার্থনা করি জগৎ ও জগৎ-এর ভেতর বাহিরে আজ তুমি প্রার্থণা গ্রহণ কর ধ্যানীকে দাও জ্ঞান কৃষককে শষ্য আমারে পথ বাতলায় দেও কোন পথে গেলে তোমার দেখা হবে না অন্তর্গত নারীর স্মৃতি কাতরতায় ডুবে সংসারের প্রয়োজনীয় কাজে বিরতি দিতে হবে না। কোন পথে গেলে শষ্যরা পায়ে চুম্বন দিবে চিতল মাছের ডানায় ভর করে কোন নদী ছুটে যাবে কোন বনে অবিশ্বাসী সাপের বাস নেই আমার প্রার্থনা গ্রহণ কর নর কিম্বা নারীর প্রসঙ্গ যেখানে অবান্তর আর যদি মুক্তি না দাও তবে আসো এ্যাঁটেল মাটির সরের সাথে মিশে যায় যেমন শৈল জিরলের দেহ ভাটি ফুলের সাদা সাদা গতরে যেমন থাকে শিশির পৌষের জাড়ে নিজের গতরের চেয়ে আপন হয় যখন হালের বলদ আমাকে গ্রহণ কর তোমার পাজড়ে পাজড়। ১৬ নভেম্বর, ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।