সুবোধের কথামালা
উদ্বাস্তু শিবিরে যাবার প্রবল
ইচ্ছে আমার-
সময়ের সাথে নৈশ্বর্গের পাটাতনে যাবারও
প্রবল ইচ্ছে আমার,
যেখানে আছি_
সেখানে কেবল দহনের বুদবুদ
উদ্গত দঃসময়ের জীর্ণ সীমারেখায়
মৌল_অমৌল তর্কে
জীবনবোধের দোলাচল
অথৈবচ-বৈ আর কি হতে পারে?
সময় নাকি এসেছে_নুতন সময়!
সরলরৈখিক চেনাজানা পথেও
দুর্বিপাকের এ কোন নুতনের ডাক?
নৈশ্বর্গ, উদ্বাস্তু শিবির_কোন পথে
প্রবল আবেগে নির্মাণ করবো
নুতন সময়?
দহনের দ্যোতনা দিয়েই সাজাবো
বিপুলা পৃথিবী!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।