আমাদের কথা খুঁজে নিন

   

দহনের কাল



পুরনো পৃথিবীতে বুনো আগুনের দহন শুধু গোপন পাতা ফাঁদে আটকে সবাই নগরের পর নগর পোড়া ছাইয়ে ধ্বংসের বানে ভাঙনের বেলা শুরু। বিবর্ণ ঘাসে ঘাস ফড়িঙের কান্নায় চমকে ওঠে ছোট্ট শিশুর মুখ মাটির মর্মে জমে ওঠা যত দুঃখে বিষাদ জমেছে গভীরে কণায় কণায়। কান পেতে শুনি মৃত মানুষের বুকে, যার হাতে হলো নতুন দিনের গান বেদীমূল জুড়ে তাদেরই রক্ত দেখে বিপন্ন দোয়েল কাঁদছে গভীর শোকে। পুরনো শকুনের কর্কশ চিৎকারে কেঁপে কেঁপে ওঠে শহর ও জনপদ ব্যর্থ সংঘ জীবনের প্রয়োজনে জনপদ জুড়ে আঁধার কেবলই বাড়ে। বুনো আগুনের দহন কেবলই তবে পোড়াবে সকল শুভ্র সত্য প্রাণ বোধের শরীরে আলোক প্লাবন এসে নিস্তেজ রক্তে মাতম উঠবে কবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।