আমাদের কথা খুঁজে নিন

   

দহনের হলকায় পুড়ে সাড়া হলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

দহনের হলকায় পুড়ে সাড়া হলো
-------------------------
অদৃষ্টের কাছে আমি হার মেনেছি
অবশিষ্ট বলে কিছু নেই
বিশিষ্টের কাছে আমি অপাংক্তেয় হয়েছি
দিন কাটে আজ তাই আপন ঘরেই।

প্রাণ বাঁচাতে দৌড়ালাম
তবু পড়ে গেলাম খাদে
আমার আজ কিছু নেই, মনে ভরেছে
দুঃখ দৈন্য দশায় আর অবসাদে।



বড় সাধ করে ভালোবাসার হাতে রেখেছি হাত
দহনের হলকায় পুড়ে সাড়া হলো
আমার নিশিদিন এখন অশ্রপাত
আমি এখন ছলোছলো।

অদৃষ্টের কাছে সঁপেছি নিজেরে
কেউ নেই ভরাবে, শিশিরে !
২৪.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।