সুন্দর সমর
একটা প্রশ্ন করার আছে,
বাতাসে কি আগুন উড়বে,
শুরু হবে দহনের কাল,
যে ভাবে সংসদের পাশে জেলখানাকে ট্রান্সফার করা হয়েছে
যে ভাবে ফকির কে বাতাসা ছিটানর মত
ঘরোয়া রাজনীতি ছড়িয়ে দেয়া হয়েছে
যে ভাবে কাংগালি ভোজের মত করে
সব এককাতারে নিয়ে এসেছে
যে ভাবে তাদের ইচ্ছাকে আজ রাজদন্ড বানিয়ে
নিয়েছে তার শেষ কোথায়
কে কোথায় যেয়ে ঠেকবে
পথ
আর বিপথ কি করে চিনে নেব
জানিনা
দেশরে দিকে যতই তাকাই মন জ্বলে উঠে
বাতাসে দহন অনুভব করি
আগুনের তেজ দেখতে পাই
কিন্ত জানিনা
বিশ্বাস করুণ জানতে ইচ্ছে করে তারপরও
না, জানতে পারিনা কারা হবে আগুনের খোরাক
আগুন কি এবার গ্রাস করবে
সকল নদনদী পাহাড় বস্তি গ্রাম আর স্কাইস্ক্রেপার!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।