আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা গানের জন্মকথা

প্যাটে ক্ষিদা, খাওন দে

আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ গানের রচয়িতা ও সুরকার। রচনা ও সুরারোপ: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ থেকে ১৯০১ সাল বাংলাদেশের শিলাইদহ ও শাহজাদপুরে ছিলেন। এসময় তার বাংলাদেশের লোকজসুরের সঙ্গে পরিচয় হয়। বিশেষ করে বাউল ও ভাটিয়ালি সুরের প্রতি তিনি আকৃষ্ট হোন।

কুষ্টিয়া জেলার অপেশাদার বাউল গানের শির্পী গগন হরকরার "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানিস যে রে" গানের সুরে তিনি এ গানের সুর দেন। ১৯০৭ সালের ৭ আগস্ট কলকাতার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এক সমাবেশে এই গান প্রথম গাওয়া হয়। যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত: ১৯৭১ সালের ১ মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরে ৩ মার্চ তারিখে পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালের মার্চ ১৭ মার্চ মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের সরকারেরর শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়।

চলচ্চিত্রায়ন: চলচ্চিত্রকার শহীদ জহির রায়হান ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত তার বিখ্যাত জীবন থেকে নেওয়া কাহিনীচিত্রে এই গানের চলচ্চিত্রায়ন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.