আজ দু দিন পর লেখতে পারছি। সপ্তাহের দুই দিন ছুটি কিভাবে চলে গেলো বুঝটে পারলাম না। রবিবার হল গজবের দিন। ইস্কুলে অনেক ক্লাস।
গত পরশুর ঘটনা এখনো মনে কাটা দিয়ে আছে।
বিমান বন্দরের গোল চত্বরে লালনের মূর্তি ভেঙ্গে ফেলল কয়েকটা ইসলামী দলের ছেলেরা। ইসলামী ঐক্য দলের চেয়ারম্যান মুফতী আমিনী আজ বলেছে " মূর্তি থাকবে মন্দিরে, বাংলাদেশ কে মূর্তির দেশ বানাতে দেয়া যায় না "। তার কথার অর্থ দাড়াঁয় এই যে বাংলাদেশে মন্দির ছাড়া কোথাওমূর্তি থাকবে না?
আজ আমরা এর প্রতিবাদ না করলে কাল তারা তাহলে তো অপরাজেয় বাংলা ভাঙতে চাইবে। ভাঙতে চাইবে সোপার্জিতো স্বাধীনতা। তখন আমরা কি করবো?
ঐ দিন গুলোর কথা এখনো মনে পড়ে, যখন তালেবানরা আফগানিস্থানে বৌদ্ধমূর্তি গুলো গুড়িয়ে দিচ্ছিল আর পেপারে এগুলো দেখছিলাম।
তার পরের পরিনতি তো সবার জানাই আছে। আমার দেশের পরিনতি এখনো এতো খারাপ হয়নি, কিন্তু যদি এগুলো এখন লালন করা হয় তাহলে পরিনতি হবে ভয়াবহ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু যতটুকু বুঝি তাতে মনে হয় মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এজন্য তাদের প্রাণ দেয় নি। ৭১ এ যারা রাজাকার, আলবদর ছিল, যাদের কে সাধারণ ক্ষমা করে মুজিব বড় ভুল করে গেছে, তাদের ধর্মের নামে ভন্ডামি আর তাদের বংশধরদের আস্ফালন দেখে শরীরের রক্ত মাথায় উঠে যায়।
আসুন আমরা সর্বাত্মক ভাবে এর প্রতিরোধ গড়ে তুলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।