আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মোলায়েম হাসি দেখলে আমার হাসি পায়। (রিপোস্ট)



১. মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি কি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। রাজনৈতিক সরকারগুলোর আমলে অপরাধীদের খুঁজে পাওয়া যেতনা। কিন্তু জাতি দেখল ওয়ান ইলেভেন-এর চেতনায় সমৃদ্ধ তত্বাবধায়ক সরকারের চেতনাপূর্ণ উপদেষ্টা সংলাপে বসলেন একজন প্রমানিত রাজাকার এবং যুদ্ধাপরাধীর সাথে!! এই কি ওয়ান ইলেভেন-এর চেতনা!! ২. মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মোলায়েম হাসি দেখলে আমার হাসি পায়। মাইনকা চিপায় পড়েও যে এমন হাসা যায় তা আপনাকে দেখে শিখছি। প্রথমে মাইনাস টু, তারপর ম্যানেজ টু। আচ্ছা এই মাইনাস টু যদি ঠিক হয় তবে ম্যানেজ টু ভুল আর ম্যানেজ টু যদি ঠিক পরিকল্পনা হয় তবে মাইনাস টু ভুল। দুদক কি তদন্ত করবে কেন মাইনাস টু ম্যানেজ টু হয়ে যায়!! ৩. স্বাধীন বিচার ব্যবস্থা এর সংজ্ঞা কি? স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে এমন এক ব্যবস্থা যাতে উপদেষ্টাদের সাথে আলোচনা সাপেক্ষে জামিন মঞ্জুর বা বাতিল করা হয়। ৪. "আইন তার নিজস্ব গতিতে চলছে"- বলতে কি বোঝ? "আইন তার নিজস্ব গতিতে চলছে"- বলতে বোঝায় আইন তার সর্বোচ্চ গতিতে চলছে কিন্তু স্টেয়ারিং, ব্রেক, ক্ল্যাচ, হ্যান্ড ব্রেক এবং ট্রাফিক সিগন্যাল এর দায়িত্ব পালন করছে ওয়ান ইলাভেন-এর চেতনা সমৃদ্ধ তত্বাবধায়ক সরকার। ৫. সবজান্তা শমসের তার নামের এফিডেভিট করে কি নাম ধারন করেছে? মঈন ইউ আহমেদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.