"হার্টলেছ"
দেখলে মনে হবে তাল গাছের মাথায় শিং গজিয়েছে। আসলে তা নয়, পৃথিবীর একমাত্র বলে দাবি করা পাম জাতের একটি গাছ "তালি"র (বৈজ্ঞানিক নাম করিফা তালিয়েরা রক্সবার্গ) মঞ্জরিদন্ড এটি। এই গাছটি আবার রয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্যের বাসভবনের পিছনে। তার চেয়ে বড় কথা হল, এই মঞ্জরীদন্ড থেকে ফুটবে গাছটির "মরনফুল"। ফুল থেকে হবে ফল, ফল থেকে হবে বীজ, তারপর মারা যাবে গাছটি। অর্থাৎ চার-পাঁচ মাসের মধ্যে চিরবিদায় নিবে তালি পাম নামের এই সর্বশেষ গাছটি।
তথ্যসূত্রঃ- দৈনিক প্রথম আলো
ওয়েবঃ- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।