আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর অধিকার, আমাদের কর্তব্য...

সুন্দর স্বপ্ন ।

শিশু অধিকার সপ্তাহ পালিত হচ্ছে আজ হ’তে । আমাদের দেশে ব্যাপারটা একটু অন্য রকম । এর কারণ আমাদের মন মানসিকতা । এ দেশে শিশুরা সব সময়ই পাদপ্রদীপের আড়ালে প্রতিটি কাজে ।

তাদের স্বতন্ত্র স্বত্তাকে প্রতিনিয়তই এড়িয়ে যাওয়া হয় সুচতুর ভাবে । তাদের অধিকার ও মতামতকে আমরা গুরুত্ব না দিয়ে প্রকারান্তরে আমরা আমাদের ভবিষ্যতকেই করছি অন্ধকারাচ্ছন্ন । একটা জাতির ভবিষ্যত হচ্ছে শিশুরা । সেই ভবিষ্যতকে আলোকিত করতে হলে, শিশুদের অধিকার আদায়ে আমাদের সচেতন হ’তে হবে । তাদের কথা ও কাজকে গুরুত্ব দিতে হবে ।

আর এটা শুরু করতে হবে নিজ পরিবার হ’তেই । আপনার ছোট্ট শিশুটিকে সম্নান করুন । সম্নান করুন তার মতামতকে । তার দাবিদাওয়াগুলোকে গুরুত্ব দিন । অন্যায় অবোধ দাবিগুলোকে সযতনে বুঝিয়ে শুনিয়ে- তা থেকে তাদের বিরত রাখতে হবে ।

তাদের অযথা অন্যায় ভাবে গালমন্দ করা যাবে না । যাবে না তাদের মারধোর করা । নিজে সৎ থেকে তাদের সৎ হবার পরামর্শ দিতে হবে । শারিরিক শাস্তি সবসময়ই এড়িয়ে চলতে হবে । আর একই আচরণ কাম্য আপনার বাসার অনান্য শিশু তথা দেশের প্রতিটি শিশুর জেন্যও ।

প্রতিটি শিশুকে নিজ সন্তানের মত দেখতে হবে । তাদের মানসিক ভাবে আঘাত করা যাবে না কখনোই । চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, "কোন অবস্থাতেই শিশুর অধিকার নস্ট করবো না" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.