আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যাচ্ছে দেশ নির্বাচনের দিকে, নীতি নির্ধারক-রা কোন দিকে।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

জোট-মহাজোটের চোরেরা বাধছে জট এ্যানি হাউ জিততে হবে ভোট সুতোয়-গিড়ায় বাঁধা হচ্ছে আটি জড়ো যাচ্ছে একের অধিক গুন্ডো ঘাটি, এক বন্দরে। নেতারা পুষছে ব্যথা একে অপরের প্রতি গোপনে, অন্তরে। তোরে দেখে নেব, এই বানীতে আখি-নয়নের হানাহানীতে মিছিলের হচ্ছে আয়োজন কোন কোন কাফিলায় যোগ হচ্ছে কেউ বা কারও কেউ কেউ হচ্ছে বিয়োজন।কারও কারও হচ্ছে প্রতিমার মত বিসর্জন চলছে গোছগাছ, আসছে মহাজয়ের রথমেলা এবার উঠতে হবে পূন্যের তরীতে পাড়ি দিতে সুইস-ব্যাংকের অবহেলা এবার আর কাটবে না ঘুড়ি, ডুববে না কিনারে এসে সাজানো ভেলা জোট-মহাজোটেরা দাগছে ভাষন কেউ কেউ কারও কারও মাপে কিনছে কাফন কেউ কেউ সাহসে চিতা, কারও বা হাড়ে লাগছে কাপন শিক্ষিত চোররা দিচ্ছে ফু-লেহিলান আগুনে কারও কারও স্বপ্ন মেলছে ডানা, আগাম ভাবা ফাগুনে। তাই সাবধান হে শিক্ষিত সমাজ, রুখতে হবে অসত্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.