আমাদের কথা খুঁজে নিন

   

দুইদিন ব্যাপি ব্লগীয় ক্যাচাল || বিষয়ঃগতকালের ব্লগ আড্ডা || আমার জবাবদিহী

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

গতকাল রাত্র থেকে ব্লগে চরম অস্থিরতা বিরাজ করছে। যদিও ব্যাপারটা আরো আগে থেকেই শুরু হয়েছে। ব্লগার পথিক ঈদ পুনমির্লনী নিয়ে যেদিন পোস্ট দিয়েছিলো সেদিন থেকেই এই ব্লগ আড্ডা নিয়ে এই অস্থিরতার শুরু। কিন্তু গতকাল রাতে আমার দেওয়া পোস্টের উপর ভিত্তি করে মনে হয় মহাক্যাচাল বেজে গেলো।

কিন্তু কি ছিলো আমার পোস্টে? আর আমি কেনইবা দিলাম এই পোস্ট? আড্ডা শেষে যখন আমি বাসায় এসে ব্লগে ঢুকলাম, আমার চোখে এই পোস্ট টি পরলো, যেখানে ওয়ার হিরো ব্লগ আড্ডার পোস্ট চাচ্ছিলো এবং হাসিব মাহমুদরা জানালো সকাল বেলা থেকে বসে আছে এই পোস্টের জন্য এবং কারও কারও বসে থাকতে থাকতে নাকি কোমর ব্যাথা হয়ে গিয়েছিলো- Click This Link হাসিব মাহমুদদের কষ্ট টা আমার সহ্য হলোনা ফলে আমার এই পোস্ট টি দেওয়া হয়েছিলো- Click This Link আসলেই বুঝাই যাচ্ছিলো সবাই প্রস্তুত হয়েই ছিলো, আর আমি এবং আমার পোস্ট টি পড়লো এই গ্যাড়াকলে। আমি আমার পোস্টে কারও তেল মর্দন করেনি। যা সত্যি ঘটেছিলো তাই লিখেছি। অথচ এই ব্লগ আড্ডায় আমার যাওয়ারই কথা ছিলোনা। মিরপুর স্টেডিয়ামে আমি, আমার ছোট ভাই বদরুল খান মিলে খেলা দেখতে গিয়েছিলাম।

বাংলাদেশের ছয় উইকেট পরে যাওয়ার পর আর থাকতে ইচ্ছে করলোনা। ব্লগ আড্ডায় চলে আসলাম। কে আসবে? কে আসবেনা? সেটা জানতাম না এবং সেটা নিয়ে আমার কোন মাথাব্যাথাই ছিলোনা। শুধু এটুকু চিন্তায় ছিলো কেউ না কেউতো আসবে, আর নতুন কারো সাথে পরিচিতও হওয়া যাবে। আসলে আড্ডায় আসার আমার মূল কারণ কিন্তু এটাই।

একজন ব্লগার কতভাবে ব্লগাচ্ছে। কখনও উনার সাথে ঝগড়া করছি, কখনও বা দুষ্টামিও করছি......... তাই তাদের বাস্তবে দেখার একটা স্বাধ আমার সবসময় ছিলো। আমি আমার পোস্টে কিছু লুকিয়ে বলেনি। যদি বলতাম তাহলে ফারুকী ভাই, কালপুরুষদার কথা বলতাম না। বলতাম না অনেক কিছুই।

ত্রিভুজের কথা আগে বলেছিলাম এই জন্যযে আমি বিশ্বাসই করতে পারছিলাম যে উনি ত্রিভুজ। আমি আমার গাঁ বাচানোর জন্য কিছু বলছিনা। তবে এটা সত্যি কথা ত্রিভুজ আসবে এটা জানলেও আমি কিন্তু যেতাম। কেননা উনাকে আমার দেখার খুব ইচ্ছে ছিলো। উনাকে দেখার ইচ্ছের কারনে যারা আমাকে এখন গালাগালি করবেন এবং পোস্টে মাইনাস দিবেন তাদেরকে বলছি উনিতো বাচ্চা রাজাকার, কিন্তু যারা বুইড়া রাজাকার, এবং ঐ সব বুইরা রাজাকারগোর দেশে প্রতিষ্টা করেছে তাদেরকেও মাইনাস প্রধান করেন।

[অফটপিকঃ মেসবাহ য়াযাদ বলেছেন: আমারে প্রোফাইলে গেলে দেখবেন লেখা আছে- আমি রাজাকার, সাপ আর কুত্তাকে ঘৃনা করি। এটি শুধু লেখার জন্য লেখা না। আমি মন থেকে তা বিশ্বাস করি এবং পালনও করি। একদম খাঁটি কথা বলেছেন মেসবাহ ভাই, কেননা উনার ওয়াকআউট শব্দটা মনে থাকলে উনি কিন্তু রাজাকারের গন্ধ সহ্য করতে না পেরে সত্যি সত্যি ওয়াকআউট করে চলে আসতেন। ] আমি ব্লগার পথিক কে কালকের আগে কখনও দেখেনি বা উনার সম্পর্কে কিছুই জানিনা।

তবুও এসেছি। আপনারা যখনি কেউ ঢাকার ভিতরে কোন ব্লগ আড্ডার আয়োজন করেন আমি কিন্তু আসবো যদি দাওয়াত পাই। [এইখানে একটা প্যারা ছিলো সেটা সরিয়ে দেওয়া হয়েছে মূল আলোচনা অন্য খাতে চলে যাওয়াই। দুঃখিত। ] সবাই অনেক অনেক ভালো থাকুন।

আর শুধু কথায় নয় কাজে কর্মেও দেশকে ভালোবাসুন, ভালবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.