আমাদের কথা খুঁজে নিন

   

ডিসেম্বরের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আনছে বিটিসিএল

গফরগাঁও কে বিশ্বের মাঝে উপস্হাপন করতে চাই

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৪ সংক্ষিপ্ত ভাবে প্রকাশ হয়েছিল এখন বিস্তারিত আগামী ডিসেম্বর নাগাদ টেলিফোন গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিডিটেড (বিটিসিএল)। প্রাথমিকভাবে রাজধানী ও কয়েকটি জেলাশহরে এ সংযোগ দেয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বিটিসিএল তাদের টেলিফোন সংযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া শুরু করবে। এ জন্য দেশের বিভিন্ন স্থানে বিটিসিএল এর ২৬টি এক্সচেঞ্জকে প্রস্তুত করা হচ্ছে। " প্রতিযোগিতামূলক দামেই গ্রাহকদের এ সংযোগ দেওয়া হবে বলে জানান, তিনি।

বিটিসিএল কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়াসহ কয়েকটি জেলাশহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া হবে। এসিমেট্রিক ডিজিটাল সাবসক্রাইবার লাইন (এডিএসএল) প্রযুক্তি ব্যবহার করে বিটিসিএল তাদের টেলিফোন লাইনের জন্য প্রচলিত তামার তারেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেবে। অর্থাৎ গ্রাহকরা একই লাইনে টেলিফোন ও ইন্টারনেট সুবিধা পাবেন। এ জন্য গ্রাহককে একটি ইন্টারনেট মডেম ব্যবহার করতে হবে, যার দাম পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা। বিটিসিএল বর্তমানে ডিজিটাল টেলিফোন গ্রাহকদের ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দিচ্ছে।

এ জন্য গ্রাহকদের দিতে হচ্ছে মিনিট প্রতি ১০ পয়সা (অফপিক) ও ১৫ পয়সা (পিক) করে। তবে ডায়াল আপ গ্রাহকদের কাছ থেকে কোনো সংযোগ ফি নিচ্ছে না বিটিসিএল। বর্তমানে সারাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ৮০ লাখ। এর মধ্যে ১০ লাখ গ্রাহক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সেবা নেন। বিটিসিএল এর ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩০ হাজারের মতো।

এছাড়া বিভিন্ন মোবাইল ফোন ও পিএসটিএন অপারেটরদের মাধ্যমে ইডিজিই ও জিপিআরএস প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করেন অনেক গ্রাহক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।